Frequently Asked Question(FAQ)

প্রথমত, পৃথিবীর কোন Crack Software কখনোই ১০০% safe হয় না। টাকা থাকলে অবশ্যই টাকা দিয়ে কিনে ব্যব‍হার করার পরামর্শ রইলো। আর টাকা না থাকলে Crack চালাবেন আমাদের মতো, কিছু করা নেই।

তবে আমরা যেই ক্র্যাক‍গুলো Share করি এগুলো আমাদের টিম আমাদের কয়েকটি পিসিগুলোতে কয়েক সপ্তাহ ধরে পরীক্ষা করে তারপর সার্ভারে Upload করি। যদি সমস্যা হয় তাহলে Uplaod করি না। আর এখনো পর্যন্ত Tech The Motiur এর কোন user আমাদের Software গুলো দিয়ে Virus attacked হয়েছে বলে অভিযোগ করে নি। আশা করি ভবিষ্যতে কখনো করতে পারবে না।  তারপরো, Crack এর কোন বিশ্বাস নেই। Crack Software কে কখনোই 100% নিশ্চিন্তে নাকে তেল দিয়ে use করবেন না। কারন Crack যদি ১০০% safe ই হতো তাহলে কখনোই মানুষ টাকা দিয়ে কিনে software চালাতো না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই টাকা দিয়ে কিনে Software ব্যব‍হার করবেন। আর এমনিতে Software Developer রা এতো কষ্ট করে Software তৈরি করে, সুতরাং আমাদের সবার নৈতিক দায়িত্ব হলো তাদের পরিশ্রমে মূল্য দেয়া।

আর Crack safe না বলে এতো ভয় পাওয়ার কারন নেই। কারন ক্র্যাক যদি এতো ভয়াব‍হ হতো বাংলাদেশের কেউ ক্র্যাক ব্যব‍হার করতো। না। ক্র্যাক যদি এতো ক্ষতিকর হতো তাহলে বাংলাদেশের অধিকাংশ কম্পিউটারগুলো ভাইরাস দিয়ে হ্যাকড্ হতো।আমি গত ১০ বছর ধরে crack software ব্যব‍হার করছি। এখনো ছোট খাটো ইস্যু ছাড়া কখনো আমার পুরো কম্পিউটার Hacked হয়ে Password, টাকা পয়সা নিয়ে গেছে এমনটা কখনো হয়নি। যদি ভাইরাসগুলো কম্পিউটারে প্রবেশ করার মেন কারনি হলো Crack software. পৃথিবীতে Crack না থাকলে ভাইরাস নিয়ে চিন্তাও থাকতো না।

তাহলে প্রশ্ন হলো যদি Unsafe হয় তাহলে কি Tech The Motiur Team নিজেরা তাদের Crack গুলো ব্যব‍হার করে? উত্তর হলোঃ হ্যা। আমাদের নিজেরদেরো ঐ আর্থিক সামর্থ্য নেই যে টাকা দিয়ে কিনে software কিনে ব্যব‍হার করবো। যদি ভবিষ্যতে সামর্থ্য হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই টাকা দিয়ে কিনেই Software ব্যব‍হার করবো। তবে বর্তমানে আমরা Office 365 টি কিনে ব্যব‍হার করছি যেটি প্রাইজ হলো ১০,০০০ টাকা। সামনে দিকে ধীরে ধীরে চেষ্টা করবো। যেই software গুলো টাকা দিয়ে কিনে ব্যব‍হার করা যায় অন্ত‍‍তো ঐ গুলো টাকা দিয়ে কিনে ব্যব‍হার করার। ভাইরাসের ভয়ে না বরং নৈতিক দায়িত্ব থেকে।

তারপর সামর্থ্য থাকলে কখনোই Crack ব্যব‍হার করে নিজেকে জ্ঞানী মনে করবেন না। Tech The Motiur টিমও আপনাকে কখনোই Crack ব্যব‍হার করার জন্যে উৎ‌সাহিত করে না। যারা Crack তৈরি করে, তারা নিজেদের সার্থ ছাড়া এতো কষ্ট করে একটা software এর crack তৈরি করে না। Crack ক্যাবলি বিপদে বন্ধু এর থেকে বেশি কিছু না। তাই কোন নিজ দায়িত্বে crack ব্যব‍হার করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সবচেয়ে নিরাপদ ক্র্যাকগুলো share করতে তারপরো যদি কোন সমস্যায় পরে যান তাহলে টেক দা মতিউর টিমকে দায়ী থাকবে না।

নিরাপদ থাকুন, আর টাকা না থাকলে Crack থেকে দুরে থাকুন।

Install করতে যদি সমস্যা হয় তাহলে নিচের স্টেপগুলো অনুসরণ কর‍ুন

  • Download করার পর Sofware File টিকে Open করার জন্যে আপনার কম্পিউটারে অবশ্যই Win-RAR নামক ছোট 6 mb এর একটি Software টি Install থাকতে হবে।
  • যদি আপনার কম্পিউটার Win-RAR Install না থাকে, না থাকে  তাহলে Software টি কোনভাবেই Open করতে পারবেন না।
  • Win-RAR Software টি Download করতে এখনে ক্লিক করুন🔗 DOWNLOAD
  • এবার ফাইলটিতে Double Click করলে Password এর জায়গায় techthemotiur লিখুন।
  • আমাদের Software গুলো ১০০% ভাইরাস মুক্ত। তবু File Extract করার সময় আপনার কম্পিউটার যদি আমাদের Software টিকে  Virus বলে Detect করে তাহলে Antivirus OFF করে দিন কিছুক্ষণের জন্যে।
  • Download এর জন্যে সবোর্চ্চ Speed পেতে IDM ব্যব‍হার করুন। 
  • তাপরও যদি, Install করতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও টি দেখুন।⟪Click⟫

পাসওয়ার্ড= techthemotiur

প্রথমত পাসওয়ার্ড দিয়ে ঝামেলা করার জন্যে দুঃখিত।  আমাদের Software গুলো যেহেতু Modified সুতরাং Antivirus গুলো ভাইরাস বলে Detect করে কম্পিউটার থেকে সাথে সাথেই Delete করে দেয়। আবার অনেক সময় সার্ভারে Upload দিলেও Infected Virus বলে Delete করে দেয়। তাই, Winrar এ Password দিয়ে Protect করে রাখি। 

আমাদের ওয়েব সাইটের সকল software গুলো Officialy কিনতে হলে আপনাকে হাজার হাজার টাকা দিয়ে খরচ করতে হবে। কিন্তু আমরা যেগুলোকে প্রি-একটিভ ভার্সন তৈরি করে Re-Upload করি। যেকোন Official Software কে ভেঙ্গে মোডিফাইড করে সেগুলো কে Unofficial Software বলা হয়। Unofficial Software গুলোকে Windows Virus বলে Detect করে।

Terabox থেকে যেকোন Software করতে গেল প্রথমে আপনার কম্পিউটার Terabox Download Manager Software টি অবশ্যই Install থাকতে হবে। তাই যখনি Terabox থেকে Download করতে যাবেন তখন আপনার কম্পিউটার যদি Terabox Download Manager Install করা না থাকে তখন প্রথমে 85 এমবি এর Terabox Software টি Download হবে সেটিকে Install করার পর থেকে এ ধরনের কোন সমস্যার সম্মুক্ষিন হবে না। আমার আমাদের ওয়েব সাইটের জন্যে নতুন সার্ভার ভাড়া করার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু এর জন্যে আমাদের অনেক অর্থের প্রয়োজন, আপনারা চাইলে আমাদের পাশে দাড়াতে পারেন। আমরা খুব শিঘ্রই Terabox থেকে আমাদের ফাইলগুলো Premioum কোন সার্ভারে Back রাখার জন্যে চেষ্টা করছি।

আমাদের ওয়েব সাইটের রিসোর্স ডেভেলপমেন্টের কাজ এখনো চলমান আছে, ইনশাল্লাহ হাটি-হাটি পা-পা করে আমরা একদিন অনেক বড় হয়ে যাবো। আর বাংলাদেশে এখনো যেহেতু Software এবং Resource এর জন্যে কোন ফ্রিতে Official Website নেই, সুতরাং আমার ছোট হলেও আমারাই এখনো সেরা।

Tech The motiur একটি ১০০% ফ্রি সেবামুলক রিসোর্স শেয়ারিং ওয়েব সাইট। মানুষের সেবা করার জন্যেই এটি আমি মতিউর খুলেছি। অনেকেই বাটপার ধান্দা বাজ বলে আমাকে গালাগালি করেন, যাদের কখনোই আমি ক্ষতি করি নি। বাংলাদেশের মানুষ সবসময় প্রতারিত হতে হতে এখন সবাইকে প্রতারক মনে করে। আপনারা আমাকে বাস্তবে ব্যাক্তিগত ভাবে চেনেন না, ব্যাক্তিগত জীবনে আমি অনেক মানুষকেই ফ্রি অনেকভাবে উপকার করেছি এখনো করছি। ফ্রিতে অন্যে উপকার করতে গিয়ে আজকেও বিপদে পড়েছি তবুও নিজের কাছে হাল ছাড়ি নাই। আমি দেখেছি বাংলাদেশের মানুষ software নিয়ে অনেক ঝামেলায় পড়ে। একদিকে টাকা দিকে কিনে software চালানোর মতো সামর্থ নেই। আবার কিভাবে একটা software গুল crack করতে install করতে হয় এটাও অনেকে জানেন না। তাই আমি চেয়েছি এমন একটা Website তৈরি করতে যেখান থেকে মানুষ ফ্রি Pre-active software গুলো Download করতে। টেক দি মতিউর ওয়েব সাইটতে কি পরিমান সময় এবং টাকা আমি ব্যয় করেছি এখনো করছি আপনারা কখনোই ভাবতে পারবেন না। আপনার একটু খেয়াল করলেই দেখবেন আমাদের থেকে বাজে software গুলো ফেসবুকে অনেকেই টাকা দিয়ে বিক্রি করছে। যেগুলো আমার ফ্রিতে দিচ্ছি অথচ মাসের পর মাস চলে যায় কেউ ৫টা টাকাও Donate করে না। ভবিষ্যতে এই website নিয়ে আমার অনেক বড় প্লেন আছে? তবে এর জন্যে অনেক অর্থের প্রয়োজন। তবুও যতো দিন আমার সামর্থ্য আছে আমি চেষ্টা করবো টেক দি মতিউর কে বাচিঁয়ে রাখতে দেখি কত দিন আপনাদের পাশ থাকতে পারি।

এই ওয়েব সাইটে সকল প্রকার কাজ এই ওয়েব সাইটের ফাউন্ডার মতিউর রহ‍মান (আমি) একাই করছেন। আর আপনারা নিজেইরাও জানেন একটা সঠিক Software Internet থেকে খুজে বেড় করা কত সময়ের, এবং ঝামেলার কাজ সেখানে মতিউর রহমান (আমি) একাই এতো বিশাল বড় একটা প্রজেক্টের কাজ করছি, পড়ালেখার পাশাপাশি, কোন প্রকার পারিশ্রমিক ছাড়াই। আমি প্রতিদিন এখানে যেই পরিমান সময় ব্যয় করি এই সময়টুকো যদি অন্য কোথায় টাকার ব্যয় করতাম তাহলে নির্দিধায় মাসে ৪০-৫০ হাজার টাকা আর্ন করতে পারতাম। তবু আমার সপ্ন বাংলাদেশে একটা গোছানো ১০০% ফ্রি কমিউনিটি তৈরি করা। আর আমার বাংলাদশের মানুষের এতো টাকাও নেই যে টাকা দিয়ে সকল Software কিনে ব্যব‍হার করবো, আর ফ্রি Crack Software গুলোতে Virus থাকে, আর আপনারা যারা কম্পিউটার চালান তারা জানেন Software Issuse কত বড় একটা ঝামেলার। বাংলাদেশের মানুষ Software খোজা নিয়ে যেই সমস্যাগুলো ফেস করেন এগুলো যেন আর কোনদিন ফেস করতে না হয়। সুতরাং আমার একার পক্ষে এতো বড় একটা প্রজেক্টের কাজ ১০০% নির্ভুল করা সম্ভব নয়। তবু আমি প্রতিদিন পড়ালেখার পাশাপাশ একটু একটু করে আমি ওয়েব সাইটের সমস্যাগুলো চেক করার চেষ্টা করছি। আপনারা চিন্তা করতে পারবেন না কি অমানবিক সময় আমি এই ওয়েব সাইটের পেছনে দিচ্ছি। যাইহোক, আপনারা যদি কোন সমস্যা পান তাহলে অব‍শ্যই কমেন্ট করে জানাবেন, কারন কোথায় সমস্যা হচ্ছে এটা যদি আমি না জানি তাহলে কিভাবে সমাধান করবো।

অবশ্যই আমাদের Privacy policy ভালো করে পড়ে তারপর আমাদের software গুলো সতর্কতার সাথে ব্যব‍হার করবেন।

tech the motiur বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি রিসোর্স কমিউনিটি লক্ষ্যে কাজ শুরু করেছে ২০২৩ সাল থেকে। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষদের সম্পুর্ণ ফ্রিতে সকল ধরনের software এবং resource share করা।

যদিও pirated software সম্পুর্নরূপে অবৈধ কিন্তু বাংলাদেশের যেসকল মানুষ টাকা দিয়ে software কেনার মতো সামর্থ্য নেই তাদের উপকারের কথা ভেবে আমরা এই রিসোর্সগুলো ফ্রিতে সরবারহ করছি। আমাদের software গুলো সম্পূর্ন ফ্রি। কোন প্রকার আর্থিক লেনদেনের বিনিময়ে আমরা software বিক্রয় বিলি ও বিতরন করি না। আমরা কেবলি সেবা এবং শিক্ষামূলক উদ্দ্যেশে এই সকল রিসোর্সগুলো শেয়ার করি।

আমরা নিজেরা কোন software ‍Engineer সুতরাং আমরা কোন প্রকার crack তেরী করে থাকি না। বরংআমার আমাদের software গুলো internet এর বিভিন্ন website থেকে সংগ্রহ করে থাকি। যেমন filecr, igetintopc, cyberspace ইত্যাদি ওয়েব সাইট থেকে software সংগ্রহ করে আমাদের টিম কয়েক সপ্তাহ পরীক্ষামুলক ব্যব‍হার করার পর আমরা আমাদের server এ resource গুলো upload এবং share করে থাকি। software গুলোতে কোন প্রকার ভাইরাস বা ইস্যু থাকলে বার কোন ইউজার যদি আমাদের software গুলো দ্বারা কোন প্রকার সমস্যার সন্মুক্ষিন হয় তাহলে আমরা সাথে সাথে ঐ software টি delete বা update করে থাকি।

Tech The Motiur Community কোনভাবেই Pirated software ব্যব‍হারে কাউকে উৎ‌সাহিত করে না। কারন এটি Illigal এবং Computer Virus দারা Infected হওয়ারও সম্ভাবনা থাকে। তাই সর্বটা টাকা দিয়ে কিনে software ব্যব‍হার করার পরামর্শ রইলো। আমার কখনো কাউকে আমাদের website ছাড়াও অন্যে যেকোন website থেকে pirated software ব্যব‍হার করার জন্যে কোন ভাবেই উৎ‌সাহিত করি না। কারন এটা অত্যন্ত ঝুকিপূর্ণ। যাদের একান্তই অর্থনৈতিক সামর্থ্য নেই তারা এই ঝুকি মাথায় নিয়েই crack software ব্যব‍হার করবেন।

একটা software কোম্পানি বছরের পর বছর অত্যন্ত পরিশ্রম করে, হাজার হাজার ডলার ব্যয় করে software তেরি করে থাকে। একটা software তৈরি করা যে কি পরিমান কষ্টের এটা যারা  প্রোগ্রামিং করেন তারা ভালো করেই জানেন। তাই টাকার দিয়ে কিনে software ব্যব‍হার করে software developer দের উৎ‌সাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব বটে। এজন্যে আমরা tech the motiur ট‍িম যেই software গুলো টাকা দিয়ে কিনে ব্যব‍হার করার সামর্থ্য রাখি ঐ software গুলো টাকা দিয়ে কিনেই ব্যব‍হার করি। যেমন Windows, Office 365, IDM। আপনাদেরও আমরা টাকা দিয়ে কিনে software ব্যব‍হার করার জন্য উৎ‌সাহিত করি।

অন্যথায় open source software ব্যব‍হার করার পরামর্শ রইলো।

 সুতরাং আমাদের software গুলো সম্পুর্ণ নিজ দায়িত্বে ব্যব‍হার করবেন। আমাদের software গুলো ব্যব‍হার করে যদি কোন ক্ষতির সন্মুক্ষিন হন তাহলে Tech The Motiur Team কোন ভাবেই দায়ি থাকবে না।

Tech The Motiur কতৃপক্ষ যেকোন সময় আমাদের privacy policy পরিবর্তন, পরিমার্জন এবং সংশোধন করার দায়িত্ব রাখে। 

img-coming-soon

আমাদের সফটওয়্যার এবং রিসোর্স আপলোডিং এর কাজটি বর্তমানে চলমান আছে। আমাদের টিম সর্বাত্নক চেষ্টা করছে, খুব দ্রুত রিসোর্স আপডেটিং এর কাজটি শেষ করে একটি পরিপূর্ণ ফ্রি রিসোর্স কমিউনিটি তৈরী করার।