[supportcandy]
support-img-tech
Tech সম্পর্কিত যেকোন ধরনের সমস্যার সমাধানের জন্যে আমাদের এই পোস্টাের নিচে এসে কমেন্ট করুন। আমি এবং আমার টিম ২৪ ঘন্টার মধ্যে সম্পুর্ণ ফ্রিতে আপনাদের যেকোন সমস্যার সমাধান দেয়ার সর্বাত্নক চেষ্টা করবো।

বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি টেক কমিউনিটি টেক দি মতিউরে আমরা চাই আপনার সমস্যা ফ্রিতে সমাধান করতে। এর জন্যে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা চাই আপনার যেন কোন সম্যার সমাধান চেয়ে ফিরে যেতে না হয়।

আপনারা অনেকেই বিভিন্ন সোস্যাল মিডিয়াতে আমাদের কাছে সমস্যার সমাধান চেয়ে থাকেন। এতোগুলো সোস্যাল মিডিয়াতে এতো এতো মানুষের সমস্যার সমাধান আমরা অনেক ক্ষেতেই দ্রুত দিতে পারি না। সেক্ষেত্রে আপনারা হয়তো কেউ হয়তো কষ্ট পেয়ে থাকেন।
‌আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সকল সোসিয়্যাল মিডিয়ার একসেস শুধু মাত্র Tech The Motiur এর Founder মতিউর ভাইয়ের কাছে আছে। ‌ওনার একার পক্ষে এতোগুলো মিডিয়ারএবং এতো এতো এতো মানুষের সমাধান একার পক্ষে দেয়া সম্ভব নয়।
সুতরাং আপনারা যদি এই website এ এসে আপনার সমস্যার সমাধানে চেয়ে কমেন্ট করুন তাহলে আমাদের টিমের যেকোন মেম্বার দ্রুত সমাধান করার চেষ্ট করবে, ইনশা‍আল্লাহ।