আমি মতিউর রহমান, বর্তমানে Tech The Motiur কে বাংলাদেশের সর্ববৃহৎ ফ্রি-রিসোর্স কমিনিটি তৈরি করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন, Tech The Motiur মানেই একের ভেতর সব কিছু ফ্রিতে। অথচ এই সবকিছু ফ্রিতে করার জন্যে শুধুমাত্র আমার ব্যক্তিগত অর্থায়নের উপর নির্ভর করে বিভিন্ন সোর্স থেকে পে করে রিসোর্স কালেক্ট করে, আপনাদের ফ্রিতে সরবারহ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
কিন্তু, আমার একার পক্ষে ওয়েব সাইট ডিজাইন-ডেভেলপমেন্ট কস্ট, ডোমেন-হোস্টিং, সার্ভার কস্ট, রিসোর্স কালেকশন কস্ট বহন করা অনেক কষ্ট সাধ্য হয়ে যায়। এতো বড় রিসোর্স কমিউনিটির তৈরির সকল কাজ আমার একার পক্ষে সম্ভব হয় না। তাই আমাদের টিমকে আরো বড় করা দরকার যেন আমরা খুব দ্রুত আমাদের কাজগুলোকে একসাথে এগিয়ে নিতে পারি। এর জন্যেও আমাদের ফান্ডিং এর প্রয়োজন।
Tech The Motiur কে আরো বড় পরিসরে করে গড়ে তুলতে, আপনি চাইলে আর্থিকভাবে আমাদের পাশে দাড়াতে পারেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো।
বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি টেক কমিউনিটি টেক দি মতিউরে আমরা চাই আপনার সমস্যা ফ্রিতে সমাধান করতে। এর জন্যে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা চাই আপনার যেন কোন সম্যার সমাধান চেয়ে ফিরে যেতে না হয়।