কোনটা ব্যবহার করবো? যেটাই ব্যবহার করুন না কেন কখনো বাজার থেকে টাকা দিয়ে কিনে Antivirus ব্যবহার করবেন না।
Windows 11 ব্যবহারকারী হলে কোন প্রকার Antivirus ব্যবহার করার প্রয়োজন নেই কারন Windows 11 এর Default Protection System ইতিমধ্যে অনেক শক্তিশালি। Kaspersky Antivirus টা আমার ভিশন পছন্দের এটা ফ্রি ভার্সনটা ফ্রি হলেও অনেক পাওয়ারফুল। এটা ব্যবহার করলেই আপনার কম্পিটারের সিকিউরিটি যথেষ্ট।
এরপরো যদি Premium ব্যবহার করতে চান তাহলে, Eset ব্যহার করতে পারেন। এটা বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয়।
সবচেয়ে বড় বিষয় হলো Antivirus ব্যবহার না করে Crack software ব্যবহার করা বন্ধ করুন। Crack software এর মাধ্যমেই মুলত আমাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে। Crack software, আমাদের ওয়েব সাইটসহ যেখান থেকেই Download করুন না কেন এগুলো কখনো Safe না। Crack software ব্যবহার করে এবার যত দামিই Antivirus ব্যবহার করুন না কেন কোন লাভ হবে না। সুতরাং টাকা দিয়ে Antivirus না কিনে, টাকা দিয়ে Paid Software ব্যবহার করুন। জীবনে কোনদিন ভাইরাস নিয়ে চিন্তা করতে হবে না।